সাতক্ষীরায় রেল লাইনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি 

সাতক্ষীরা প্রতিনিধি: অনুমোদন পাওয়া সত্ত্বেও দীর্ঘদিনেও বাস্তবায়ন না হওয়া নাভারণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ব্রডগেজ রেলপথের দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলার সর্বস্তরের জনগণ। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “দীর্ঘদিন ধরে রেলপথ থেকে বঞ্চিত সাতক্ষীরাবাসীর ন্যায্য দাবি পূরণে সরকার আজও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। অথচ ব্রডগেজ রেলপথের অনুমোদন দেওয়া হয়েছে প্রায় ১২ বছর আগে। রেললাইন বাস্তবায়ন না হওয়ায় সাতক্ষীরাবাসী উদ্বিগ্ন।”
এ সময় বক্তারা ২০ কর্মদিবসের আল্টিমেটাম দিয়ে বলেন, “আগামী ২৩ জুনের মধ্যে রেলপথ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে, সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।”
ডুয়েট-এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা মোঃ ওসমান আলীর সভাপতিত্বে এবং রেললাইন বাস্তবায়ন আন্দোলন সাতক্ষীরা-এর সংগঠক নাহিদ হাসানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক পৌর মেয়র তাশকিন আহম্মেদ চিশতি, শহর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম লাভলু, শহর সেক্রেটারি মোঃ খোরশেদ আলম, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি জুবায়ের হোসেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক আবু সাইদ বিশ্বাস, পাবলিক লাইব্রেরি’র সেক্রেটারি কামরুজ্জামান রাসেল, জাগপা কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান ফারুকী, রেললাইন বাস্তবায়ন আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা মোঃ আব্দুর রহিম প্রমুখ।
মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাহজাহান আলী মিটন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেনসহ সাতক্ষীরার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, “সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী জেলা। অথচ দেশের অনেক কম গুরুত্বপূর্ণ স্থানেও রেলপথ থাকলেও, আজও সাতক্ষীরা রেল যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমরা আর বঞ্চনা চাই না, চাই রেলপথ।”
স্মারকলিপি গ্রহণ করে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে টেলিকনফারেন্সে কথা বলেন এবং দেশের অর্থনীতিতে ভোমরা স্থল বন্দরের অবদানের কথা তুলে ধরে নাভারণ থেকে আপাতত সাতক্ষীরা পর্যন্ত যাতে রেললাইন স্থাপন করা হয় সেজন্য প্রস্তাবনা পাঠানোর অনুমতি কামনা করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে জেলা প্রশাসকের পক্ষে প্রস্তাব পাঠানোর প্রতি সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন #

Comments are closed, but trackbacks and pingbacks are open.