সাতক্ষীরায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খোঁড়া মিজানকে নড়াইল থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গতকাল বুধবার (০৩ মে) রাত সাড়ে ৮টার দিকে নড়াইলের কালিয়া চাচুড়ী এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি সাতক্ষীরার মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে খোঁড়া মিজান গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিজান সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের ইনছার আলীর ছেলে।
আজ বৃহস্পতিবার (০৪ মে) বেলা ১২টায় সাতক্ষীরা র‌্যাব-৬ কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, র‌্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর গালিব।
তিনি জানান, খোঁড়া মিজান ২০১৩ সালের আগস্টে বিপুল ফেনসিডিলসহ খুলনার খালিশপুরে গ্রেফতার হন। এরপর কৌশলে জামিন নিয়ে পালিয়ে যান মিজান। তার অবর্তমানে মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা পেয়ে খোঁড়া মিজানকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।
মিজান নড়াইল জেলার প্রত্যন্ত অঞ্চলে আত্মগোপন করে ভাঙারি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে র‌্যাব-৬ তাকে গ্রেফতার করে। মিজানকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. মুকবুল হোসেন (মুকুল) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.