সাতক্ষীরায় নিখোঁজের দুদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় নিখোজের ২ দিনপর গৃহবধূর গলাকাটা অর্গধলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকাল ৪ টায় শহরের কামালনগর এলাকায় একটি বাঁশবাগানে গলিত এই মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
নিহত ওই গৃহবধূর নাম তাসলিমা খাতুন(২৫)। সে শহরের কামালনগর এলাকার আদম আলী সরকারের কন্যা।
নিহতের মাতা আয়েশা খাতুন জানান, তাসলিমার স্বামী মাকসুদুল হক সোহানের সাথে গত ১১ দিন আগে ডিভোর্স হয়। এর পর থেকে সোহান তাসলিমাকে মেরে ফেলার হুমকি দিতো। গত ২ অক্টোবর সন্ধ্যার পর থেকে তাসলিমা নিখোঁজ হয়।
এ ঘটনায় ওইদিন রাতেই সদর থানায় একটি নিখোজ ডায়েরী করা হয়। এরপর আজ বুধবার বিকালে পাশ্ববর্তী একটি বাঁশবাগানে তাসলিমার গলিত মরদেহ দেখেন স্থানীয়রা। ধারনা করা হচ্ছে তাসলিমাকে সোহান হত্যার পর লাশটি বাশবাগানে রেখে দিয়েছে।
সাতক্ষীরা সদর সার্কেলের এসপি মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে বিটিসি নিউজকে জানান, প্রাথমিকভাবে বিষয়টিকে হত্যাকান্ড ধরে নিয়েই পুলিশ কাজ করছে। মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন #

Comments are closed, but trackbacks and pingbacks are open.