সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোস্তাক আহমেদ বলেছেন, সাতক্ষীরার আম দেশ-বিদেশে সুখ্যাতি লাভ করেছে। সাতক্ষীরা জেলা একটা বরকতময় জেলা। মানুষগুলো এজন্য খুব ভালো। জেলাবাসী অত্যন্ত সৌভাগ্যবান।
মঙ্গলবার (২৭ মে) কলারোয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলার শীর্ষ এই কর্মকর্তা আরো বলেন, কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে কৃষি জমি আর কৃষকের কারণে। বাংলাদেশ খাদ্যে অনেক স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আল্লাহতায়ালা পৃথিবীর সমস্ত জীবের রিজিকের ব্যবস্থা করেছেন এটা তার অন্যতম প্রমান।
উপজেলা চত্বরের পুরাতন কৃষি অফিসের সামনে আয়োজিত ৩দিন ব্যাপী ওই মেলায় ফল, গাছসহ নানান প্রযুক্তি আর উদ্ভাবনা নিয়ে ১৬টি স্টল স্থান পায়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম।
Comments are closed, but trackbacks and pingbacks are open.