সাতক্ষীরায় কবি কাজী নজরুলের জন্মবার্ষিকীতে আলোচনা ও পুরস্কার বিতরণী

সাতক্ষীরা প্রতিনিধি: অগ্নিবীণার শতবর্ষ: বঙ্গবন্ধুর চেতনায় শাণিতরূপ।’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, গণ গ্রন্থগার ও বাংলাদেশ শিশু একাডেমি’র আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন আম্বেষা, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি ও বিশিষ্ট সংগীত শিল্পী আবু আফনান রোজ বাবু, জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহিদুল ইসলাম, সাতক্ষীরা শিশু একাডেমির শেখ রফিকুল ইসলাম, সাতক্ষীরা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মো ইব্রাহিম খলিল প্রমুখ।
আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এর পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সাতক্ষীরা প্রতিনিধি মো. সেলিম হোসেন #

Comments are closed, but trackbacks and pingbacks are open.