সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আব্দুল মাজেদ (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল বুধবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার কৃষ্ণনগরের বালিয়াডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক আব্দুল মাজেদ ওই গ্রামেরই বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরার পরিদর্শক লায়েকুজ্জামান বিটিসি নিউজকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ৬০০ পিস ইয়াবা এবং নগদ ৭ লাখ ৫০ হাজার টাকাসহ মাজেদকে গ্রেপ্তার করা হয়েছে।
লায়েকুজ্জামান আরও বলেন, এ ঘটনায় কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে ইতোমধ্যে থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.