সাতকানিয়ায় বন্যা পরিস্থিতি উন্নতি, সচল হয়েছে সড়ক যোগাযোগ

চট্টগ্রাম প্রতিনিধি: বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ও বান্দরবান সড়কের উপর থেকে পানি কমে যাওয়ায় আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে সড়ক যোগাযোগ।
তবে,এখনো পর্যন্ত ছোট খাটে গাড়ি চলাচল করলেও যাত্রীবাহী বাস চলতে দেখা যায়নি । সাতকানিয়া উপজেলার কেওচিয়া,কালিয়াইশ,ধর্মপুর, বাজালিয়া,পুরানগড়, ঢেমশা,পশ্চিম ঢেমশা, এওচিয়া,নলুয়া, আমিলাইশ ও চরতী ইউনিয়নে বন্যার পানিতে ডুবে যাওয়া সড়ক সমূহ ভেসে উঠেছে। তবে কাদামাটির কারণে সড়ক দিয়ে চলাচলে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।
কেওচিয়া ইউনিয়নের ১,২,৩,৪,৫ ও ৬ ওয়ার্ডের অনেক নিচু জায়গায় এখনো বন্যার পানি রয়ে গেছে। নির্মিতব্য রেল লাইনের কারণে পানি দ্রুত নামতে পারছে না বলে মানুষের অভিযোগ।
কেওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান আলী বিটিসি নিউজকে বলেন, সাতকানিয়ার বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে আমার ইউনিয়নের একাধিক ওয়ার্ডের বাসিন্দারা এখনো পর্যন্ত পানি বন্ধ। ব্যাপক আকারে ত্রাণ তৎপরতা দরকার।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.