BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে ফিলিপিন্সে ফেরি ডুবি

সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে ফিলিপিন্সে ফেরি ডুবি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে ৩৫০ জনের বেশি যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় সময় সোমবার ভোরের দিকে ‘এমভি ত্রিশা কেরস্টিন ৩’ নামে ফেরিটি জাম্বোয়াঙ্গা বন্দর থেকে যাত্রা করে জোলো দ্বীপের দিকে যাচ্ছিল।

ফিলিপিন্সের কোস্ট গার্ড জানিয়েছে, ফেরিতে থাকা ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রু ছিলেন। দক্ষিণ মিন্দানাও জেলার কোস্ট গার্ড কমান্ডার রোমেল ডুয়া বলেন, এখন পর্যন্ত ২১৫ জনকে জীবিত এবং সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ১৪৪ জন নিখোঁজ রয়েছেন এবং তাদের খুঁজে উদ্ধার কাজ চলছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে এই কর্মকর্তা জানিয়েছেন। বাসিলান প্রদেশের টাউন মেয়র আর্সিনা লাজা কাহিং-নানোহ ফেসবুকে পোস্টে বলেন, ফেরি ডুবির ঘটনায় অন্তত ৮ জনের হতাহতের খবর পেয়েছি।

কোস্ট গার্ডের উদ্ধারকর্মীদের উদ্ধার করার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যায়, মানুষকে উদ্ধার করা হচ্ছে এবং মৃতদেহ জাহাজে তোলা হচ্ছে।

বাসিলান জরুরি পরিষেবা সংস্থার রোনালিন পেরেজ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত অন্তত ১৩৮ জনকে উদ্ধার করা হয়েছে। ১৮ জনকে স্থানীয় এক হাসপাতালে নেয়া হয়েছে।

ফিলিপাইনের কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।

গত শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাও থেকে চীন যাওয়ার পথে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে দুই ফিলিপিনো নাবিকের মৃত্যু এবং আরও ১৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এখনো আরও চার নাবিক নিখোঁজ রয়েছেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ডালিয়া ডিভিশনের আওতায় ২৪-২৫ অর্থবছরের বিভিন্ন প্রকল্পের কাজ চলমান তারেক রহমানের আগমন উপলক্ষে রাজশাহীতে শাহমখদুম থানা বিএনপির শুভেচ্ছা মিছিল বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা, এজেন্টদের সরানোর দাবি গভর্নরের ডেলসির ভিডিও ফাঁস: ‘১৫ মিনিটের মধ্যে আত্মসমর্পণ করো, নয়তো মৃত্যু’ ‘ওয়াশিংটন থেকে যথেষ্ট আদেশ এসেছে’, ক্ষোভ ঝাড়লেন রদ্রিগেজ যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলা চালালে জবাব হবে ‘যন্ত্রণাদায়ক’ : হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে আঁকা দেয়ালচিত্র উন্মোচন ইরানে মার্কিন যুদ্ধজাহাজ ইরানের দিকে অগ্রসর হওয়ায় নতুন হামলার হুমকি হুতিদের প্রজাতন্ত্র দিবসের বার্তায় ভারত- চীনকে ‘বন্ধু, অংশীদার’ বললেন চীনা প্রেসিডেন্ট সাড়ে তিন শতাধিক যাত্রী নিয়ে ফিলিপিন্সে ফেরি ডুবি