সাজাপ্রাপ্ত ২ হাজার ১৫৩ বন্দিকে ক্ষমা করেছে মিয়ানমার জান্তা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের জান্তা সরকার জানিয়েছে, তারা সাজাপ্রাপ্ত দুই হাজারেরও বেশি বন্দিকে ক্ষমা করে দিয়েছে। দেশটির সামরিক বাহিনীর বিরুদ্ধে উৎসাহিত করার অপরাধ সংক্রান্ত একটি আইনের আওতায় তাদেরকে কারাদ- দেওয়া হয়েছিল।
জান্তা সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বৌদ্ধ উৎসব কাসোন পূর্ণিমা দিবস পালন উপলক্ষে সামরিক বাহিনী দ-বিধি ৫০৫ (এ) এর আওতায় সাজাপ্রাপ্ত ২,১৫৩ বন্দিকে ক্ষমা করে দিয়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখলের পর থেকে জান্তা সরকার ভিন্নমতের বিরুদ্ধে দমনপীড়ন চালাতে আইনটি ব্যাপকভাবে ব্যবহার করে আসছে। এ আইনের আওতায় সর্বোচ্চ তিন বছরের সাজার বিধান রয়েছে।
বিবৃতিতে বলা হয়, সামরিক বাহিনী ‘মানুষের শান্তিপূর্ণ মনোভাব পোষণের জন্য এবং মানবিক কারণে তাদের ক্ষমা করে দেওয়ার নির্দেশ দিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, এদের মধ্যে যারা ফের একই ধরনের অপরাধ করবে তাদেরকে অতিরিক্ত দ-সহ বাকি সাজা ভোগ করতে হবে।
স্থানীয় এক পর্যবেক্ষণ গ্রুপ জানায়, সামরিক বাহিনী অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার এবং এটাকে কেন্দ্র করে দেশটি টালমাটাল পরিস্থিতির মুখে পড়ার পর থেকে ২১ হাজারেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।
জাতিসংঘ জানায়, সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে ১৭০ সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।
মিয়ানমারে সাধারণত জাতীয় ছুটির দিন বা বৌদ্ধ উৎসব পালন উপলক্ষে হাজার হাজার বন্দিকে সাধারণ ক্ষমা করা হয়ে থাকে। (সূত্র: এএফপি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.