সাঘাটায় আগুনে পুড়লো ২ টি বসতবাড়ী, ৫০ মণ ধান ও গরু ছাগল 

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ মণ ধান পড়ে ছাই হয়ে যায়।  এ ঘটনায় আরো দুইটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে যায়। আগুনে দগ্ধ হয়ে মারা গেছে একটি গরু ও দুইটি ছাগল। এই অগ্নিকাণ্ডের আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ ২৪ মে শুক্রবার সকালে মুক্তিনগর ইউনিয়নের মান্দুরা গ্রামে ছদরুল ইসলামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সাঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবদুল হামিদ বিটিসি নিউজকে বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন অন্যান্য ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় দুইটি বসতঘর ও একটি রান্নাঘর পুড়ে যায়। আগুনে দগ্ধ হয়ে মারা গেছে একটি গরু ও দুইটি ছাগল। এই অগ্নিকাণ্ডের আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ভুক্তভোগী পরিবারটির।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.