সাগরে সুষ্পষ্ট লঘুচাপ, উপকূলীয় এলাকায় প্রবল বর্ষণের সম্ভাবনা

 

খুলনা ব্যুরো: গত কয়েকদিন ধরে মৃদু তাপদহের ফলে সৃষ্ট প্রচন্ড গরমে হাঁসফাঁস অবস্থার অবসান হতে চলেছে। শনিবার রাতেই বৃষ্টিপাতের ফলে প্রশান্তি নামে মানুষের মধ্যে। আবহাওয়া অফিস জানায়, উত্তর বঙ্গোপসগরে একটি সুষ্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে।

এ কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সৃষ্ট সুষ্পষ্ট লঘুচাপের ফলে নিম্নচাপ সৃষ্টি হতে পারে।

এর ফলে ঈদের আগেই এক দফা মাঝারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। গতকাল চট্টগ্রাম ও বরিশাল উপকূলে বৃষ্টির প্রবণতা বেড়েছে আজ খুলনাতেও বৃষ্টি হতে পারে।  #

Comments are closed, but trackbacks and pingbacks are open.