সাগরে ‘পবিত্র ডুব’ দিলেন মোদি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ুর প্রাচীন রামনাথস্বামী মন্দিরে শনিবার (২০ জানুয়ারি) পূজা দিতে যান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদিকে রামনাথস্বামী মন্দিরে রুদ্রাক্ষ মালা পরে থাকতে দেখা যায়।
ভারতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এএনআইয়ের এক টুইটার ভিডিওতে দেখা গেছে, তখন মন্দিরের পাশে অবস্থিত অগ্নিতীর্থম সৈকতে পবিত্র ডুব দেন তিনি।
পূজা ছাড়াও শিব মন্দিরে আয়োজিত ভজনে যোগ দেন মোদি। শিব মন্দিরটি তামিলনাড়ুর রামনাথপুরামের রামআশ্রম দ্বীপে অবস্থিত। জনশ্রুতি আছে, শ্রী রাম এখানে শিব লিঙ্গ স্থাপন করেছিলেন। সেই সঙ্গে রাম ও সীতা দেবী এখানে পূজা করেছিলেন।
সোমবার অযোধ্যায় নতুন রাম মন্দির উদ্বোধন করবেন মোদি। ২ হাজার কোটি রুপি খরচ করে তৈরি করা মন্দিরটি উদ্বোধনের আগে দেশের বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল- ক্ষমতায় আসতে পারলে অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে নতুন মন্দির তৈরি করে দেবে তারা। প্রতিশ্রুতি অনুযায়ী সেখানে মন্দির তৈরি করেছেন মোদি। উল্লেখ্য, নতুন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদি ছাড়াও ৮ হাজার অতিথি থাকবেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.