সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসব মুখর হবে নগরী : মেয়র লিটন

:লীগ প্রতিবেদকরাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যে নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ১৭ মার্চ থেকে ১০ দিন সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসব মুখর ও মাতিয়ে থাকবে নগরী।

আজ সোমবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে লালনশাহ মুক্তমঞ্চে ৫ দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

মেয়র খায়রুজ্জামান লিটন আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে ২০২০ সালে মুজিববর্ষ পালিত হবে। এ উপলক্ষ্যে দেশব্যাপী নানান উৎসব উদযাপন হবে। রাজশাহীতেও নানা আয়োজন থাকবে।

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী ফ্লিম সোসাইটির সভাপতি আহসান কবির লিটন, রাজশাহী ঋত্বিক ঘটক ফ্লিম সোসাইটির সভাপতি ডা.এএফএম জাহিদ হাসান প্রমুখ।

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পৃষ্ঠপোষকতায় আগামী ১৭ মার্চ থেকে রাজশাহীতে ১০ দিনব্যাপী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব শুরু হবে। #প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.