সাংস্কৃতিক উন্নয়ন ও বিকাশ ঘটলে জাতি সমৃদ্ধ হবে – মধু চৌধুরী

 

চট্টগ্রাম ব্যুরো: বিশ্বের বহু দেশ সাংস্কৃতিক উন্নয়ন ও বিপ্লব ঘটিয়ে দেশ ও জাতির অগ্রগতিতে ভূমিকা রেখেছেন। সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত করা গেলে তারা মাদক, জঙ্গিবাদসহ নানা অপকর্ম থেকে বিরত থেকে উন্নত ও শিক্ষিত জাতি গঠনে ভূমিকা রাখবে।
ব্রহ্মময়ী সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পূর্ব সুয়াবিল ব্রাক্ষনহাট সার্বজনীন ব্রক্ষময়ী কালী ও দূর্গা মন্দির মাস্টার বিধান চন্দ্র রায়ের বাড়ি’স্থ গত ২২ জুন ২০২৪ শনিবার বিকাল ৫টায় কালি ও দূর্গা মন্দিরের সাবেক সভাপতি প্রদীপ কান্তি রায়’র সভাপতিত্বে, নৃত্যশিল্পী চুমকি চক্রবর্তীর সঞ্চালনায়, কালি ও দূর্গা মন্দির কমিটির সদস্যবৃন্দদের শিল্প নির্দেশনায়, ব্রহ্মময়ী সাংস্কৃতিক একাডেমি উদ্ভোধন করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর চট্টগ্রাম বিভাগের প্রতিষ্ঠাতা পরিচালক ও বাংলাদেশ টেলিভিশন শিল্পী ও বাংলাদেশ বুলবুল একাডেমীর নৃত্য প্রশিক্ষক মধু চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন নৃত্যশিল্পী ঈশিতা চক্রবর্তী।
আলোচনা শেষে মন্দিরের সদস্য নৃত্যশিল্পী পূর্ণিমা শীল বলেন, ব্রক্ষময়ী সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদেরকে সপ্তাহে একদিন সাংস্কৃতিক নৃত্যচর্চা প্রশিক্ষণ নেতৃত্ব দিবেন মধু চৌধুরী।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. . জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.