সাংবাদিক স্বপনের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: পাবনায় বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান স্বপনের উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। আজ রোববার বেলা ১১টার দিকে সাহেববাজার জিরোপয়েন্ট প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের জোর দাবি এবং নগরীতে শুভদশমীর দিন সাংবাদিক সুব্রত দাসের বাড়িতে দূধর্ষ চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।

মানবন্ধন কর্মসূচিতে রাজশাহী প্রেসক্লাব সভাপতি ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সভাপতিত্বে এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় বক্তব্য রাখেন, প্রবীণ রাজনীতিবিদ জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত,বিটিসি নিউজ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা, রাকসুর সাবেক ভিপি সিপিবি রাজশাহী জেলা সাধারণ সম্পাদক রাগিব হাসান মুন্না, রাজশাহী প্রেসক্লাব সহ-সভাপতি আবু সালে মো. ফাত্তাহ, দুর্নীতি প্রতিরোধ কমিটির মহানগর সাধারণ সম্পাদক ও মেট্রোপলিটন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদ রিপন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নূরে ইসলাম মিলন, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর হাসনাইন হিকোল, দৈনিক সংবাদের রাজশাহী ব্যুরো প্রধান সুব্রত দাস, বিটিসি নিউজ এর ক্রাইম রির্পোটার শিমুল রাজ, শহীদ পরিবারের সদস্য ডা. রোকনুজ্জামান রিপন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক অরূপ রায় ও সাংগঠনিক সম্পাদক মৃদুল কুমার সাহা, সাংবাদিক শামসুল আলম, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম পিন্টু, যুবনেতা আসাদুল হক দুখু, ব্যবসায়ী শামীম আহমেদ, ফুটাপাত ব্যবসায়ী সমিতির আইয়ুব আলী তালুকদার, শাহ মার্কেট ব্যবসায়ী মিঠু সাহা প্রমুখ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.