সাংবাদিক শেখ বেলাল উদ্দীনের ১৫ম শাহাদাৎবার্ষিকী পালিত

খুলনা ব্যুরো: মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার (এমইউজে) সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, ও দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান শেখ বেলাল উদ্দীনের ১৫ম শাহাদাৎ বার্ষিকী বিস্তারিত কর্মসুচীর মধ্যদিয়ে আজ মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারী) পালিত হয়েছে।
কর্মসুচীর মধ্যে ছিল খুলনা প্রেসক্লাব চত্বরে শহীদ সাংবাদিক স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল।খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা।
স্মরণসভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, সিনিয়র সহ-সভাপতি মো. আনিসুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন ও মো. সাহেব আলী, কোষাধ্যক্ষ সোহেল মাহমুদ, সহকারী সম্পাদক বিমল সাহা, নির্বাহী সদস্য মো. তরিকুল ইসলাম ও মো. রাশিদুল ইসলাম, সিনিয়র সদস্য শেখ দিদারুল আলম, মুহাম্মদ আবু তৈয়ব, মো. শাহ আলম, সোহরাব হোসেন, সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ভাই শেখ শামসুদ্দীন দোহা, ক্লাবের ইউজার সদস্য নাজমুল হক পাপ্পু প্রমুখ।
উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী সদস্য হাসান আহমেদ মোল্লা, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, বাপ্পী খান, হারুন-অর-রশীদ, দেবব্রত রায়, ওয়াহেদ-উজ-জামান বুলু, ক্লাবের ইউজার সদস্য রীতা রানী দাস, মো. আজিজুল ইসলাম, মো. রকিবুল ইসলাম মতি, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), মিনা অছিকুর রহমান দোলন, মো. জাকারিয়া হোসেন তুষার, মো. মেহেদী হাচানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
এর আগে ক্লাবের সদস্যবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া স্মরণসভার শুরুতে সাংবাদিক বেলাল উদ্দিনসহ নিহত সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।
জোহরবাদ এমইউজে খুলনার উদ্যোগে দোয়া মাহফিল ও কবর জিয়ারত কর্মসুচি পালিত হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান, বিএফইউজের সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, এমইউজে খুলনার সহ-সভাপতি এহতেশামূল হক শাওন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী ও মো. রাশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, হাসান আহমেদ মোল্লা, সাবেক সহ-সাধারণ সম্পাদক রফিউল ইসলাম টুটুল, সৈয়দ তারিকুল ইসলাম, সোহরাব হোসেন, এরশাদ আলী, মুনির উদ্দিন আহমেদ, কাজী মোতাহার রহমান বাবু, সামসুল আলম খোকন, ফটো সাংবাদিক নেতা নাজমুল হক পাপ্পু, সেলিম গাজী, বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, দৈনিক সংগ্রামের ফুলতলা প্রতিনিধি মাজহারুল ইসলাম, খুলনা মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি মোশাররফ হোসেন আনসারী, প্রচার সেক্রেটারি রাকিব হাসান, কবি ও প্রাবন্ধিক বিশিষ্ট নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আসাদুর রহমান নান্না, শহীদের ছোট ভাই ও দৈনিক নয়া দিগন্তের স্টাফ রিপোর্টার শেখ শামসুদ্দিন দোহা, শাহ মাগদুম প্রমূখ। কবর জিয়ারতকালে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন দৈনিক সংগ্রামের রূপসা প্রতিনিধি ও রূপসা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এস এম হোসাইন আহমদ। এর আগে সকালে শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের কবর জিয়ারত করেন সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ খুলনার সভাপতি সেখ মনিরুল ইসলাম, এডভোকেট শাহ আলম, এসএম মাহবুবুর রহমান, এস এ মুকুল. প্রফেসর আবু নেছার সিদ্দিকী প্রমুখ।
উলেখ্য, গত ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি খুলনা প্রেসক্লাব চত্বরে সন্ত্রাসীদের বর্বরোচিত বোমা হামলায় শেখ বেলাল উদ্দীন আহত হন। পরে  তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ ফেব্রুয়ারি শাহাদাৎ বরণ করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। 

Comments are closed, but trackbacks and pingbacks are open.