সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা করায় বকশীগঞ্জে প্রতিবাদ সভা অনুষ্ঠিত


বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: ঢাকার সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে ৫ ঘন্টা আটকে রেখে হেনস্থা ও লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদ সভা করেছে বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা।
আজ মঙ্গলবার বিকাল ৫ টায় উপজেলা প্রেসক্লাবে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটের সভাপতি মো. শাহজামাল।
উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আবদুর রাজ্জাক মাহমুদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ফজলুল করিম, উপজেলা প্রেসক্লাবের সদস্য শাহজাহান পারভেজ শাহীন,আফজাল শরীফ, রকিবুল হাসান বিদ্রোহী, ফিরোজ আল মুজাহিদ, নুরজ্জামান খান, শামীম তালুকদার ও মনিরুজ্জামান লিমন।
বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা ও তার মুক্তি দাবি করেন। একই সাথে তাকে লাঞ্ছিতকারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা সহ আইনগত ব্যবস্থা নেয়ার দাবি করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.