সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে সাংবাদিকদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: জেষ্ট সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ,মামলা প্রত্যাহার নি:শর্ত মুক্তি ও হেনস্তা কারিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে বাগেরহাট প্রেসক্লাব ও বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
আজ বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়েছে।
প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারন সম্পাাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার ,সহ-সভাপতি নকিব সিরাজুল হক, যুগ্ন সাধারন সম্পাদক আজমল হোসেন,সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মাহফুজুর রহমান, আলী আকবর টুটুল, সাংবাদিক মোঃ ইয়ামীন আলী, মোঃ ইনজামামুল হক বক্তব্য রাখেন এ মানববন্ধনে জাতীয় সাংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সভাপতি এম হেদায়েত হোসাইন লিটন, সিনিয়ার সহ- সভাপতি এস এম রাজ ও সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন একাত্নতা প্রকাশ করেন।
এসময় বাগেরহাটে কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। মানবন্ধনে বক্তারা, অভিলম্বে রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, নি:শর্ত মুক্তি ও হামলাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.