সাংবাদিক রুহুল আমীন খন্দকারের মাতার মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

বিশেষ প্রতিনিধি:  রাজশাহীর তানোর উপজেলার সিনিয়র সাংবাদিক রুহুল আমীন খন্দকারের মাতা মোসা. জুলেখা বেগম (৫৫) মৃত্যুতে  বিভিন্ন মহলের গভীর শোক প্রকাশ।

আজ বুধবার (১৬ই অক্টোবর ২০১৯ইং) বিকেল সোয়া ৫টার দিকে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।

তিনি উপজেলা সদরের থানা মোড় এলাকার বিশিষ্ট সমাজ সেবক মরহুম আলহাজ্ব আইয়ুব আলী খন্দকারের স্ত্রী। মরহুমার জানাযার নামাজ আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তানোর পৌর কেন্দ্রীয় কবর স্থানে অনুষ্ঠিত হবে।

এই শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি ব্যাক্তিগত ভাবে সমবেদনা জ্ঞাপন করেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, রাজশাহী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার সম্পাদক এ এইচ এম মুস্তাফিজুর রহমান, দৈনিক উপাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ নুরে ইসলাম মিলন, বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না, এমটিএন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সভাপতি আলহাজ্ব মেসের আলী মাস্টার, তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম, তানোর পৌরসভার মেয়র মিজানুর রহমান, মুন্ডুমালা পৌরসভার মেয়র গোলাম রাব্বানী, তানোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক টিপু সুলতান, তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজ এক যুক্ত বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। এ সময় তারা সবাই মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন ।

অপর দিকে এই শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান, রাজশাহী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন, বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম, সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটি, এমটিএন প্রেসক্লাব, দৈনিক ভোরের কাগজ পরিবার, প্রাইভেট ডিটেকটিভ পত্রিকা পরিবার, অন্য দিগন্ত পত্রিকা পরিবার, দৈনিক বিজনেস ফাইল পত্রিকা পরিবার, দৈনিক উপাচার পত্রিকা পরিবার, রাজশাহী জেলা যুব মহিলালীগ, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র সংগঠন, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, আতাউর রহমান স্মৃতি পরিশোধ, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস, সাইবার নিউজ একাত্তর পরিবার, উত্তরা প্রতিদিন পরিবার, ক্রাইম নেটওয়ার্ক পরিবার, ক্রাইম বাংলা পরিবার, বিডি কারেন্ট নিউজ পরিবার, দৈনিক গনমাধ্যম পরিবার, আজকের ঘটনা পরিবার, বাংলা সংবাদ পরিবার, শিবগঞ্জ প্রতিদিন পরিবার, যমুনা প্রতিদিন পরিবার, বিটিসি নিউজ পরিবার, সহ বিভিন্ন রাজনৈতিক সাংগঠনিক ও সাংবাদিক সংস্থা ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.