সাংবাদিক রুবেল-ইসলামের ওপর হামলার ঘটনায় রাজশাহী প্রেসক্লাবের উদ্বেগ প্রকাশ, গ্রেপ্তারের দাবী


প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে মাছরাঙা টেলিভিশনের ক্যামেরাপারসন মাহফুজুর রহমান রুবেল এবং দিপ্ত টিভির ক্যামেরাপারসন রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও জড়িতদের গ্রেপ্তার দাবী করেছে রাজশাহী প্রেসক্লাব।
আজ শুক্রবার রাতে রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ বলেন, এই ধরণের হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।
আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
প্রসঙ্গত, আজ শুক্রবার দুপুরে বাঘা উপজেলার আড়ানী পৌরসভা এলাকায় বিদ্রোহী প্রার্থী মুক্তার আলীর সমর্থকরা পেশাগত দায়িত্বপালনকালে দুই সাংবাদিকের ওপর হামলা চালায়।
বার্তা প্রেরক: আসলাম-উদ-দৌলা, সাধারণ সম্পাদক, রাজশাহী প্রেসক্লাব, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.