সাংবাদিক পিতা মুক্তিযোদ্ধা আব্দুল বারীকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দৈনিক জনতার নাটোর প্রতিনিধি সাংবাদিক মাসুদ রানার পিতা আনসার ভিডিপির অবসরপ্রাপ্ত থানা প্রশিক্ষক (টি,আই) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল বারীর (৭০) মৃতদেহ শনিবার সকাল ১১টায় রাষ্ট্রিয় মর্যাদায় লালপুরের কদচিলান ডাঙ্গাপাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে ডাঙ্গাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে চৌকশ পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় লালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, কদিমচিলান ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মাষ্টার, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংবাদিক নাহিদ হোসেন, শাহিনুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, থানা ও ইউনিয়ন আ’লীগের নেতৃবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন ।

সাংবাদিক পিতা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল বারী হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.