সাংবাদিক নূরে ইসলাম মিলনের বড় চাচার মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

বিশেষ প্রতিনিধি: রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক উপচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নূরে ইসলাম মিলনের বড় চাচা বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ বাবুল (৭৫) এর মৃত্যুতে রাজশাহী প্রেসক্লাবসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার ৭ নভেম্বর ২০১৮ইং দিবাগত রাত্রি ১টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরন করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার বাদ জুম্মা রানীবাজার জামে মসজিদে মরহুমের জানাযা নামাজ শেষে হেতেমখাঁ গোরস্থানে তিনার দাফনকার্য সম্পন্ন হয়।

এই শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি ব্যাক্তিগত ভাবে সমবেদনা জ্ঞাপন করেন, রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা। রাজশাহী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শ্যামল, প্রাইভেট ডিটেকটিভ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ রুহুল আমীন খন্দকার, বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না, বিটিসি নিউজ এর সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান রেজা পৃথক পৃথক ভাবে বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। এই সময় তারা সবাই আল্লাহরাব্বুল আলামীনের কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ।

অপর দিকে এই শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান, রাজশাহী প্রেসক্লাবের সদস্যবৃন্দ, রাজশাহী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন, বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম, সৃষ্টি হিউম্যান রাইটস্ সোসাইটি, এমটিএন প্রেসক্লাব, দৈনিক ভোরের কাগজ পরিবার, প্রাইভেট ডিটেকটিভ পত্রিকা পরিবার, অন্য দিগন্ত পত্রিকা পরিবার, দৈনিক বিজনেস ফাইল পত্রিকা পরিবার, দৈনিক উপাচার পত্রিকা পরিবার, রাজশাহী জেলা যুব মহিলালীগ, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র সংগঠন, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, আতাউর রহমান স্মৃতি পরিশোধ, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস, সাইবার নিউজ একাত্তর পরিবার, উত্তরা প্রতিদিন পরিবার, ক্রাইম নেটওয়ার্ক পরিবার, ক্রাইম বাংলা পরিবার, বিডি কারেন্ট নিউজ পরিবার, দৈনিক গনমাধ্যম পরিবার, আজকের ঘটনা পরিবার, বাংলা সংবাদ পরিবার, শিবগঞ্জ প্রতিদিন পরিবার, যমুনা প্রতিদিন পরিবার, বিটিসি নিউজ পরিবার, সহ বিভিন্ন রাজনৈতিক সাংগঠনিক ও সাংবাদিক সংস্থা।

প্রসঙ্গত, মরহুম বাবুল মিয়া পাড়া নিবাসী মরহুম মাতাব্বর হোসেনের মেজ ছেলে ডেকেরেটর, বিডি সাউন্ড’র মালিক, মন্টু, পলাশ ও পাপড়ির পিতা এবং রানীবাজার হোটেল সুইস ইন্টার ন্যাশনালের মালিক বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোকাদ্দেশ হোসেন লাবলুর মেজ ভাই।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.