সাংবাদিক কমরেড মানিক সাহার হত্যাবার্ষিকীতে যুব ইউনিয়নের স্মরণসভা

খুলনা ব্যুরো: নির্ভীক সাংবাদিক, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, খুলনা জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, যুব ইউনিয়নের সুহৃদ, সিপিবি’র খুলনা জেলা সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য কমরেড মানিক চদ্র সাহার ১৬তম হত্যাবার্ষিকী আজ বুধবার (১৫ জানুয়ারী) উপলক্ষে বাংলাদশ যুব ইউনিয়ন, খুলনা জেলা কমিটির উদ্যােগে স্মরণসভা গতকাল মঙ্গলবার  (১৪ জানুয়ারী) সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালীর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক প্রভাষক জয়া মুখার্জীর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ।
বিশেষ অতিথি ছিলন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, খুলনা জেলার অন্যতম সম্পাদক, ক্ষেতমজুর নেতা এড. চিত্তরঞ্জন গােলদার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড.  মোোঃ বাবুল হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় প্রসিডিয়াম সদস্য মিজানুর রহমান বাবু, সিপিবি’র সােনাডাঙ্গা থানা সভাপতি সাবেক যুব ইউনিয়ন ও শিক্ষক নেতা নিতাই পাল, সিপিবি নেতা সুজিত সাহা, যুব ইউনিয়নের জেলা সহ-সভাপতি অধ্যাপক বিজয় , এড. খান আজরফ হােসেন মামুন, যুব ইউনিয়ন নেতা আফজাল হােসেন রাজু, আজিজুল ইসলাম, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার প্রমুখ। স্মরণসভায় সিপিবি নেতা কবি সরকার ভূষণ চন্দ্র তরুণ, কমরেড মানিক চন্দ্র সাহার উপর স্ব-রচিত কবিতা আবৃতি করেন। স্মরণসভায় বক্তারা বলেন, অন্ধকারের শক্তি সাংবাদিক-বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয় সমাজটাকে পিছনের দিকে নিয়ে যেতে চায়।
কমরেড মানিক চদ্র সাহা নির্ভীক সাংবাদিকতার প্রতীক। অন্যায়-অনিয়ম-জনবিরােধী কর্মকান্ড বিরুদ্ধে তাঁর ক্ষুরধার লেখনি অপরাধীচক্রের ভীত নাড়িয়ে দেয়ার কারণে সমাজবিরােধীরা তাঁকে প্রকাশ্য দিবালাকে খােদ প্রেস ক্লাবের সামনে হত্যা করে।
ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের সাথে যুক্ত হওয়ার মধ্য দিয়ে প্রগতিশীল রাজনীতি, মুক্তবুদ্ধি চর্চার মধ্য দিয়ে গড়ে ওঠা মানিক চন্দ্র সাহা আমত্যু আদর্শে অটুট ছিলন। কানা রক্তচক্ষু তাঁকে তাঁর নীতিনিষ্ঠা  থেকে বিচ্যুত করতে পারনি। কমরেড মানিক চন্দ্র সাহা সাহসী, বিষয়ভিত্তিক, আদর্শ অভিমুখী, বস্তুনিষ্ঠ লেখনি থেকে বর্তমান প্রজন্মের অনেক কিছু শেখার আছে।
বক্তারা বলেন, বিচারহীনতা  খুনিদের অপরাধ প্রবণতায় উৎসাহিত করে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.