সাঁকোর উপর খেলা করতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: পাবনার ফরিদপুরের খাগরবাড়ীয়া গ্রামে বাড়ির পাশের খালে বাঁশের সাঁকোর উপর খেলা করতে গিয়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।পারিবারিক সুত্রে জানা গেছে, দুই শিশু হলেন জিয়ারুল ইসলাম (৮) ও জমিরন (৭) আপন চাচাতো ভাইবোন। তারা দুই জন খেলা করতে করতে সকলের চোখের আঁড়ালে বাড়ির সামনের খালের উপর নির্মিত বাঁশের সাঁকোর উপর চলে যায়। সেখান থেকে দুজনেই পানিতে পড়ে তলিয়ে যায়।
পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও না পেয়ে খালের পানিতে খুজতে থাকে এবং এক পর্যায়ে সেখান থেকে তাদের উদ্ধার করে ফরিদপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তারা দুজনেই খাগরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো বলে জানা গেছে।
মৃত জিয়ারুল ইসলাম খাগরবাড়ীয়া গ্রামের রজব মন্ডলের ছেলে এবং মৃত জমিরন মাকছেদুল মন্ডলের মেয়ে বলে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউ, ডি মামলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.