সহিংসতা থামাতে গুয়াদেলুপে স্পেশাল ফোর্স পাঠাচ্ছে ফ্রান্স

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবিয়ানের গুয়াদেলুপে স্পেশাল ফোর্স পাঠাচ্ছে ফ্রান্স। এটি ফ্রান্সেরই অধিভুক্ত। দ্বীপটিতে করোনা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এসময় ব্যাপক লুটপাটের ঘটনাও ঘটছে। এসব ঠেকাতেই গুয়াদেলুপে যাচ্ছে বিশেষ বাহিনী।
আজ রবিবার (২১ নভেম্বর) এসব জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন বলেছেন, জিআইজিএন এবং রেইড নামের দুইটি স্পেশাল ফোর্সের ৫০ জন সদস্য পাঠানো হচ্ছে। প্রথম বার্তা হচ্ছে স্টেট শক্ত পদক্ষেপ নেবে।
গত কয়েকদিন ধরেই গুয়াদেলুপের বিভিন্ন শহরে সহিংসতা চলছে। বিভিন্ন জায়গায় রাতভর ৩১ জনকে আটকও করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছিল, জনতা তা অবজ্ঞা করে রাস্তায় নেমেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.