সহযোগীতার অভাবে বন্ধ হতে চলেছে ‘ইকরা কোরআন একাডেমী’

নিজস্ব প্রতিবেদক: কোরআন শিক্ষা দিতে বেতন নেন না মোসাঃ হাজেরা বেগম। শুধু তাই নয় কোরআন শিক্ষার পাশাপাশি বিনা মূল্যে কোরআন শরিফ দিয়ে থাকেন তিনি।
জানা গেছে, গত ১৪ বছর আগে অষ্ট্রেলিয়া প্রবাসির উদ্দ্যোগে চালু হয়েছিলো’ ইকরা কোরআন একাডেমী’ নামে একটি প্রতিষ্ঠান। গত তিন বছর আগে করোনা কালীন সময় ওই প্রবাসি পূর্নরায় পাড়ি জমায় অষ্ট্রেলিয়ায়। এরপর সহযোগীতার অভাবে ৭৫জন ছাত্র-ছাত্রীর প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। শিক্ষিকা মোসাঃ হাজেরা বেগম।
তিনি অভিভাবকদের অনুরোধে আবারও নিজ উদ্দ্যোগে একটি ঘর নিয়ে ইকরা কোরআন একাডেমী প্রতিষ্ঠানটি চালু করেছেন। সেচ্ছাশ্রম দিয়ে কোরআন শিক্ষা দিচ্ছেন শিশু ছাত্র-ছাত্রীদের। নানা সমস্যায় জর্জারিত প্রতিষ্ঠানটি। এর মধ্যে প্রধান সমস্যা হলো, পাঠ দানের জন্য ঘর ভাড়া দেয়ার সামর্থ নেই তার। ছাত্র-ছাত্রীদের জন্য পর্যপ্ত সংখ্যক কোরআন শরীফ নেই ও আমপারা বই নেই।
রাজশাহী মহানগরী বোয়ালিয়া থানাধীন বাসার রোডের বাসিন্দা মোঃ আব্দুল হাইয়ের বাড়িতে ছোট একটি ঘরে এই কোরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন তিনি। ইতিমধ্যেই ঘর ভাড়া দিতে বলেছে বাড়ির মালিক এবং আগামী মাসে তাকে ঘর ছেড়ে দিতে হবে। সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে শিক্ষিকার। কোথায় কি ভাবে ৭৫জন শিশু ছাত্র-ছাত্রীকে কোরআন শিক্ষা দেবেন তার কোন সুরাহা করতে পারছেন না তিনি।
জানতে চাইলে শিক্ষিকা হাজেরা বেগম জানান, গত ১৪ বছরের প্রতিষ্ঠান ‘ইকরা কোরআন একাডেমী’। এখানে গরিব মানুষের শিশুদের কোরআন শিক্ষা দেয়া হয়। মানুষের কাছে কোরআন শরিফ সাহায্য হিসেবে চেয়ে এনে শিশু ছাত্র-ছাত্রীদের দেই। কয়েদিন আগে ৩জন শিশু কোরআন ধরেছে। তাদের জন্যও কোরআন সাহায্য চেয়ে এনে দিয়েছি। অনেক আমপারা চটি বই ছিড়ে গেছে। সেই বইগুলি ও পর্যাপ্ত পরিমান নাই। তবে নূরানী কোরআন ও আমপারা হলে শিশুদের জন্য ভাল হয়।
তিনি আরও বলেন, যে ঘরে কোরআন শিক্ষা দিচ্ছি। সেই বাড়ি ওয়ালাকে ঘরের ভাড়া চাচ্ছে। ঘর ভাড়া দিতে না পারলে ঘর ছেড়ে দিতে বলছে। এই প্রতিষ্ঠানের জন্য সাহায্য চাইতে গেলে অনেক মানুষ অপমান জনক কথা বলেন। ভালো কাজের জন্য কেউ সাহায্য করতে চায় না। তবে আমি আশাবাদী কোন হৃদয়বান ব্যক্তি অবশ্যই এই প্রতিষ্ঠানের সাহায্যের জন্য এগিয়ে আসবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো.মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.