সহজ জয়ে লা লিগায় রানার্সআপ বার্সা

বিটিসি স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়েছিল চার ম্যাচ আগেই। লা লিগায় এরপর শুধু কৌতূহল বাকি ছিল দ্বিতীয় হিসবে কোন দল শেষ করছে তা নিয়ে। রায়া ভায়াকোনে রবিবার অনায়াসে হারিয়ে সেই কৌতুহলেরও নিষ্পত্তি করল বার্সালোনা।
অলিম্পিক স্টেডিয়ামে রোববার লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে জাভি হার্নান্দেজের দল। ম্যাচের শুরুতে রবার্ট লেভান্ডফোস্কির গোলে এগিয়ে যাওয়া বার্সার হয়ে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন রদ্রি।
লিগে শীর্ষ দুইয়ে থেকে আগামী মৌসুমে স্প্যানিশ  সুপার কাপে খেলাও নিশ্চিত হয়ে গেল কাতালান দলটির।
এদিন বার্সার হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫০তম ম্যাচ খেলতে নামেন লামিন ইয়ামাল।দারুণ এক ক্রসে তৃতীয় মিনিটে করে লেভার গোলটির যোগানদাতা ছিলেন এই তরুণ তুর্কি।
৩৭ ম্যাচে ২৫ জয় ও ৭ ড্রয়ে বার্সেলোনার ৮২ পয়েন্ট। আরেক ম্যাচে ভালেন্সিয়াকে ৩-১ গোলে হারানো জিরোনা ৭৮ পয়েন্ট নিয়ে তিনে আছে। শেষ রাউন্ডে জয় পেলেও বার্সাকে আর টপকে যেতে পারবে না আসরে চমক জাগানো দলটি।
৩৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৬তম স্থানে আছে ভাইয়েকানো। স্পেনের শীর্ষ লিগ থেকে এরই মধ্যে অবনমন হয়েছে কাদিস, গ্রানাদা ও আলমেরিয়ার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.