সহজ জয়ে রোমানিয়ার ইউরো শুরু

বিটিসি স্পোর্টস ডেস্ক: ইউরোতে দারুণ শুরু করেছে রোমানিয়া। গ্রুপ ‘ই’-র প্রথম খেলায় ইউক্রেনকে পাত্তাই দেয়নি দলটি। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ইউক্রেনকে ৩-০ গোলে হারিয়ে আসর শুরু করেছে রোমানিয়া। যদিও, ম্যাচে তুলনামূলক আক্রমণাত্মক খেলেছে ইউক্রেনই।
৪-২-৩-১ ফর্মেশেনে শুরু থেকেই খেলায় আধিপত্য বিস্তার করে ইউক্রেন। প্রথম আধঘণ্টায় বেশ কয়েকটি আক্রমণ সাজায় দলটি। তবে, স্রোতের বিপরীতে ২৯ মিনিটে এগিয়ে যায় রোমানিয়া। নিকোলা স্টান্সিওর গোলে লিড পায় দলটি। গোল পেয়ে নিজেদের গুছিয়ে নেয় তারা। আরও কয়েকটি আক্রমণ তৈরি করে। প্রথমার্ধে অবশ্য আর কোনো গোল হয়নি। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রোমানিয়া।
বিরতির পর দুদলই আক্রমণ করে। ৪-১-৪-১ ফর্মেশনে একটু ভিন্নতা আনে রোমানিয়া। ফলও পায় তারা। ম্যাচের ৫৩ মিনিটে দ্বিগুণ করে ব্যবধান। এবার স্কোরশিটে নাম লেখান রাজভান মারিন। দুই গোলের লিড পাওয়া রোমানিয়া এরপর খেলেছে রক্ষণাত্মক। তাই, ম্যাচের ৭২ শতাংশ বল নিয়ন্ত্রণে রেখে এবং ১৩টি আক্রমণ তৈরি করেও গোলের দেখা পায়নি ইউক্রেন।
উল্টো ৫৭ মিনিটে ডেনিস ড্রাগাস তৃতীয়বারের মতো ইউক্রেনের জালে বল পাঠান। রোমানিয়া তিন গোল দিয়ে পুরোটাই খোলসে আবদ্ধ হয়। ম্যাচের বাকি অংশে আর কোনো গোল হয়নি। জয় নিয়েই তাই মাঠ ছাড়ে রোমানিয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.