সশরীরে ক্লাসে ফিরলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: করোনার ক্রান্তিকাল শেষে আবারও ক্লাসে উপস্থিত হয়ে পাঠদান শুরু করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং পরিবেশবিদ ড. হাছান মাহমুদ।
আজ বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে ৭ম সেমিস্টারের শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত হয়ে তিনি ক্লাস নেন। যদিও করোনার মধ্যে তিনি অনলাইনে ক্লাস করান।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হিসেবে দল ও সরকারের দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগে খণ্ডকালীন শিক্ষকতায় নিয়োজিত ড. হাছান মাহমুদ।
এদিন বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ে নির্ধারিত ক্লাস শেষে ড. হাছান মাহমুদের সঙ্গে ছবি তোলেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, এর আগেও ড. হাছান মাহমুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থসাউথ ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষকতা করেছেন। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও কর্নেল ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন, দেশের ন্যাশনাল ডিফেন্স কলেজসহ (এনডিসি) দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আমন্ত্রিত হয়ে বিশেষ লেকচার প্রদানের অভিজ্ঞতা রয়েছে ড. হাছান মাহমুদের।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.