সলঙ্গায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পুলিশী সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: পুলিশ সদর দফতর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে দেশের সব বিটে একযোগে আজ শনিবার (১৭অক্টোবর) সকাল ১০ টায় ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে সংশ্লিষ্ট বিট এলাকার উল্লেখযোগ্য সংখ্যক নারী, জনপ্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমামসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।

সমাবেশে অংশগ্রহণকারীগণ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পোস্টার, লিফলেট, প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানাবেন এবং এ ধরনের ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সচেতন করবেন।

প্রতিটি সমাবেশ স্ব স্ব বিটের ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে।তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের সলঙ্গা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে ওসি জেড জেড তাজুল হুদার এর নেতৃত্বে এবং এসআই সবুজ রানার পরিচালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ। দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ।

বক্তব্য রাখেন, সলঙ্গা থানা আ.লীগের সহ- সভাপতি শ্রী ফনি ভুষণ পোদ্দার,থানা পুলিশিং কমিটির সভাপতি ডা: আলাউদ্দিন সরকার, থানা মহিলা আ.লীগের সাধারন সম্পাদক আচমা পারভীন,থানা জাতীয় পার্টির সভাপতি গজেন্দ্র নাথ মন্ডল,থানা ছাত্র লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম সেলিম, নবনির্বাচিত সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু,সাধারন সম্পাদক রিপন হাসান,থানা জামে মসজিদের ইমাম মাও রফিকুল ইসলাম,স্ব স্ব বিট পুলিশিং এলাকার নারী- পুরুষ,জনপ্রতিনিধি,শিক্ষক,মসজিদের ইমাম সহ বিভিন্ন শ্রণী পেশার মানুষ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.