BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সলঙ্গায় ৯৪ কেজি কষ্টি পাথরের শিবলিঙ্গসহ ৩ পাচারকারী আটক

সলঙ্গায় ৯৪ কেজি কষ্টি পাথরের শিবলিঙ্গসহ ৩ পাচারকারী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ৯৪ কেজিরও বেশি ওজনের কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারীকে আটক করেছে র‍্যাব-১২ সদস্যরা।

শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের হামিদুর রহমান লাবুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে এই শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।

আটকরা হলেন- উল্লাপাড়া উপজেলার ভেংরী গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম ওরফে বাবলু (৫২), দবিরগঞ্জ গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে মো. শহিদুল ইসলাম (৫২), একই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. কফিল উদ্দিন (৪৮)।

শনিবার দুপুরে র‍্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অপারেশন অফিসার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে দবিরগঞ্জ হামিদুর রহমান ওরফে লাবুর বাড়িতে অভিযান চালিয়ে মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ জব্দ করা হয়। ৯৪.২৬০ কেজি ওজেনর শিবলিঙ্গের দৈর্ঘ্য ১২ ইঞ্চি। বেসসহ শিবলিঙ্গের প্রস্থ ৩৪ ইঞ্চি (শুধু শিবলিঙ্গের প্রস্থ ২১ ইঞ্চি)। এ সময় এই শিবলিঙ্গ পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়। একই সঙ্গে কষ্টি পাথর বহনকারী একটি মটর সাইকেলও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ নিজ হেফাজতে রেখে বাংলাদেশ হইতে বিদেশে পাচারের কথা স্বীকার করে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গোদাগাড়ীতে পদ্মা নদীর পাড়ে মিথেন গ্যাসের উপস্থিতি সনাক্ত সারাদেশের মানুষ এয়োদশ নির্বাচনের জন্য অপেক্ষা করছে : মিলন ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার তথ্য উপদেষ্টার সঙ্গে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ চলন বিল সুরক্ষায় সঠিক কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে : পরিবেশ উপদেষ্টা রাজশাহী নগর বিএনপির সাবেক সভাপতি সালেহ্ উদ্দিন বেবীর ২০তম মৃত্যুবার্ষিকী কাল ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি : এ্যানি দেশে ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন বায়ুদূষণ রোধে একযোগে মাঠে নামার নির্দেশ পরিবেশ উপদেষ্টার দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে : মির্জা ফখরুল