সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবার প্রত্যয়: চাঁপাই জমজম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করলো ‘চাঁপাই জমজম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’। চাঁপাইনববগঞ্জ পৌরসভার টিবি হাসপাতাল রোড এলাকায়, (পূর্বের ইসলামী হাসপাতাল) ভবনে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করবে।
শুক্রবার দুপুর ১২টার দিকে চাঁপাই জমজম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন বিএমএ’র সভাপতি ডাঃ দুররুল হোদা।
এসময় তিনি বলেন, সেবার মানসিকতা নিয়ে এ প্রতিষ্ঠানটি পরিচালিত হবে বলে আমি প্রত্যাশা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আর এমও) ডা. ই¯্রাফিল ইসলাম, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন বিএমএ’র সাংগঠনিক সম্পাদক ডাঃ নাহিদ ইসলাম মুন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নারী কাউন্সিলর আনোয়ারা বেগম পলি, চাঁপাই জমজম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আমিনুল ইসলাম, পরিচালক মোঃ গোলাম রশিদসহ অনান্যরা।
চাঁপাই জমজম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, রোগীদের চিকিৎসায় ২৪ ঘন্টায় বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। যে কোন প্রয়োজনে ০১৮৪৯৫৮৮৯৬৬ নাম্বারে কল করে চিকিৎসকের সিরিয়াল সহ প্রয়োজনীয় সহযোগিতা নিতে পারবেন রোগী বা রোগীর আত্মীয়-স্বজন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.