সর্বোচ্চ গ্র্যামি পাওয়ার খেতাব জিতলেন বিয়ন্সে

বিটিসি বিনোদন ডেস্ক: গ্র্যামির মঞ্চে নজির গড়লেন বিয়ন্সে। এই নিয়ে ৩২ বার গ্র্যামি পুরস্কার জিতে সর্বকালীন নজির গড়লেন বিয়ন্সে। সব থেকে বেশি সংখ্যক গ্র্যামি বিজেতার তকমা পেলেন এই সঙ্গীততারকা। এর মধ্যে দিয়ে বিয়ন্সে প্রয়াত শিল্পী জর্জ সোলটিকে ছাড়িয়ে গেলেন, যার পুরস্কারের সংখ্যা ছিল ৩১ টি।
বিয়ন্সে তার ‘রেনেসঁ’ অ্যালবামে জন্য ৩২তম গ্র্যামি জিতলেন। তার একক গানের সপ্তম অ্যালবাম এটি। শিল্পীর এই গান বিলবোর্ডের সর্বকালের সেরা গানের অ্যাখা পেয়েছে।
রোববার লস অ্যাঞ্জেলেসে পুরষ্কার গ্রহণের সময় ৪১ বছর বয়সী বিয়ন্সে তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি খুব বেশি আবেগপ্রবণ না হওয়ার চেষ্টা করছি। আমি শুধু এই রাতের আনন্দ নেওয়ার চেষ্টা করছি’।
এসময় বিয়ন্সে তার পরিবারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আমার বাবা-মাকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে ভালবাসার জন্য। আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আরও ধন্যবাদ জানাতে চাই আমার স্বামীকে এবং আমার সুন্দর তিন সন্তানকে যারা বাড়িতে দেখছে’। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.