সরিষাবাড়ীর দুর্নীতিবাজ ওসির বদলিতে জনমনে স্বস্তি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী থানার ওসি মো: চাঁদ মিয়ার বদলি হওয়ায় জনগণ স্বস্তি প্রকাশ করছে। রবিবার (১১ মে) সকাল ১১ টা পর্যন্ত স্থানীয় এলাকাবাসীরা তার অপকর্মের তদন্তের মাধ্যমে বিভাগীয় ব্যবস্থার দাবী জানান।
গত ৫ মে সরিষাবাড়ী থানার ওসি মো: চাঁদ মিয়ার বদলির আদেশ জারী হয়।
জানা গেছে, চাঁদ মিয়া ইতিপূর্বে ত্রিশাল ও মুক্তাগাছা থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি বিভিন্ন অন্যায় অপকর্ম করেছেন।
সরিষাবাড়ীতে ওসি মো: চাঁদ মিয়া যোগদানের পর হতে বিভিন্ন সময় সাধারণ মানুষকে আটক করে অর্থ আদায়, ক্যাসিনো সম্রাটদের থেকে মাসোহারা, উপজেলার বিভিন্ন স্থানে রাতে বসা জুয়ার আসর থেকে টাকা আদায়, আরামনগর বাজার এলাকার সুইপার কলোনী (মেতরপট্টি) থেকে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোয়ারা নেওয়া, থানায় দালাল বৃদ্ধি, সেবা প্রার্থীকে হাজতে পাঠানোর হুমকি সহ বিভিন্ন অভিযোগে তিনি সমালোচিত।
অভিযোগ উঠেছে, থানায় দেয়া গরীব অসহায় লোকদের অভিযোগ নথিভুক্ত না করে উভয় পক্ষের কাছ থেকে অর্থ উৎকোচ করে থানা চত্বরের গোল ঘরে আপোষ মীমাংসা করতেন তিনি। টাকা ছাড়া থানা থেকে সাধারণ জনগণের সেবা পাওয়াই ছিল দুষ্কর। সম্প্রতি তিন অনলাইন ক্যাসিনো সদস্যদের গ্রেফতার করে মামলা না দিয়ে পুলিশ আইনের ৩৪ ধারায় জেল হাজতে প্রেরণ করে বেশ সমালোচনার মুখে পড়ে ওসি মো: চাঁদ মিয়া। বিতর্কিত ওসি চাঁদ মিয়ার ভয়ে এতদিন কোন ভুক্তভোগী মুখ না খুললে তার বদলির খবর পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন। আনন্দে একে অপরকে মিষ্টি খাইয়ে বিতর্কিত ওসির অনৈতিক নানা কর্মকাণ্ডের প্রতিবাদ জানায় সাধারণ জনগণ।
শিমলা বাজার এলাকার সুলাইমান সহ বিভিন্ন সাধারণ মানুষজন জানান, সরিষাবাড়ী থানার ইতিহাসে এমন বিতর্কিত ওসি ইতিপূর্বে দেখা যায়নি। তিনি যোগদানের পর থেকে এ উপজেলায় জুয়া ও মাদকের প্রবণতা ব্যাপক হারে বেড়ে যায়। পাশাপাশি অনলাইন ক্যাসিনো সম্রাটদের সাথে তার ভাল সখ্যতা। থানায় তার রুমে একসাথে বসা অবস্থায় দেখা যায়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া জানান, আমি এ থানায় কোন অন্যায় কাজ করিনি। বদলী হয়েছে। চলে যাব।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি মো. মাসুদুর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.