সরকার বিরোধী শক্তিকে জঙ্গি বানানোর চেষ্টা করছে : মঈন খান

ঢাকা প্রতিনিধি: দেশের গণতন্ত্রকামী বিরোধী শক্তিকে আওয়ামী লীগ সরকার বিশ্ব রাজনীতিতে জঙ্গি বানানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
তিনি বলেন, ‘দেশের বর্তমান অবস্থা কিন্তু এমন নয়। তারপরও সরকার বিরোধীদের আগুনসন্ত্রাসী এবং জঙ্গি বলছে। কিন্তু এই অপচেষ্টা এবার সফল হবে না। ২৮ অক্টোবর থেকে এখন পর্যন্ত সরকার এমন চেষ্টা অনেক করেছে।’
শনিবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে চলমান আন্দোলনে পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভার আয়োজন করে ইউনাইটেড ল ইয়ার্স ফ্রন্ট (ইউএলই)।
মঈন খান বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাবে— এর জন্য কিন্তু আমরা আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি একটা পরিবর্তনের জন্য। আর সেই পরিবর্তনটা হচ্ছে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া।’
তিনি বলেন, ‘আজকের এই আন্দোলন বিএনপি বনাম আওয়ামী লীগের আন্দোলন না। এই আন্দোলন হচ্ছে, নিরস্ত্র জনগণের শক্তি বনাম রাষ্ট্রশক্তি। এই কঠিন সংগ্রামকে আমাদের উপলব্ধির মধ্যে রাখতে হবে।’
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘আজকের আন্দোলন সংগ্রাম হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম। অসুরের বিরুদ্ধে সুরের সংগ্রাম। আর এটাই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা ভুলে গিয়ে হতাশ হওয়ার কোনও কারণ নেই।’
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন— গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, জাস্টিস মিফতাহ উদ্দিন চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.