সরকার জোর করে ক্ষমতায় থাকতে পারবে না : নোমান

চট্টগ্রাম ব্যুরো: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, অতীতে কোনো স্বৈরশাসক স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে দাঁড়ায়নি। এ সরকারও স্বেচ্ছায় পদত্যাগ করবে না। আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বায়েজিদ লিংক রোডের বাংলাবাজার মোড়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রা কর্মসূচির শুরুতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, সর্বস্তরের জনগণ আন্দোলনে সম্পৃক্ত হতে শুরু করেছে। এ অবৈধ সরকার জোর করে আর ক্ষমতায় থাকতে পারবে না। অতি দ্রুত চূড়ান্ত আন্দোলন শুরু হবে। রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ত্বরান্বিত করতে হবে।
সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেন, আজকের পদযাত্রা কর্মসূচিসহ বিএনপির সব কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে বিএনপির নিয়মতান্ত্রিক আন্দোলন জোরদার হতে শুরু করেছে। এ অবৈধ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। এ সরকারের আমলে পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মী ও জনগণ রাজপথ ছেড়ে যাবে না।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। জনগণ এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। এ সরকারের পতন অনিবার্য।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়া, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, নূর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরোয়ার আলমগীর, কাজী সালাউদ্দিন, কর্নেল আজিম উল্লাহ বাহার, আবু তাহের, আব্দুল আউয়াল চৌধুরী, আজম খান, ডা. খুরশিদ জামিল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, শাহীদুল ইসলাম চৌধুরী, আনোয়ার হোসেন, মোবারক হোসেন কাঞ্চন, আবু জাফর চৌধুরী, আহসানুল কবির তালুকদার রিপন, জহুরুল আলম জহুর, দিদারুল আলম মিয়াজী, আজমত আলী বাহাদুর, আলমগীর ঠাকুর, ডা. রফিকুল আলম প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স.ম.জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.