BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকার জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে, দুর্যোগকে জয় করে আমরা এগিয়ে যাব : বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান

সরকার জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে, দুর্যোগকে জয় করে আমরা এগিয়ে যাব : বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান

বাগেরহাট প্রতিনিধি: প্রাকৃতিক দুর্যোগ আমাদের বারবার আঘাত করলেও আমরা হতাশ হই না, বরং নতুন উদ্যমে সামনে এগিয়ে যাই। দুর্যোগকে জয় করে আমরা এগিয়ে যাব বলে মন্তব্য করেছেন বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার ফাশিয়াতলা গ্রামে নবনির্মিত বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান আরও বলেন, সরকার জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। ঘূর্ণিঝড়, বন্যা বা জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে জনগণকে সুরক্ষায় এসব আশ্রয়কেন্দ্র হবে নিরাপদ দুর্গ। একই সঙ্গে এই কেন্দ্রগুলো শিক্ষা, সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রমেও ব্যবহার করা যাবে। জনগণের সম্পৃক্ততা থাকলে যেকোনো সংকট আমরা সহজেই মোকাবিলা করতে পারব।

প্রধান অতিথি আরও বলেন, “আমাদের উপকূলীয় অঞ্চলের মানুষ অত্যন্ত পরিশ্রমী ও সাহসী। তারা প্রতিকূলতাকে ভয় পায় না। সরকার ও জনগণ মিলে কাজ করলে দুর্যোগ কোনো বাধা নয়, বরং নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। তাই দুর্যোগ মোকাবিলায় সবাইকে প্রস্তুত, সচেতন ও সংগঠিত থাকতে হবে।

জার্মান সরকারের আর্থিক সহায়তায় নির্মিত এ আশ্রয়কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে জমিদাতা মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ।

বিশেষ অতিথি মোঃ হাবিবুল্লাহ বলেন, “বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনায় দুর্যোগ ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে কাজ করছে। আশ্রয়কেন্দ্র শুধু দুর্যোগের সময় আশ্রয় নয়, এটি হবে স্থানীয় জনগণের মিলনমেলা ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র। আমরা চাই এই কেন্দ্রের রক্ষণাবেক্ষণ ও ব্যবহার নিয়ে সবাই একসাথে কাজ করুক।

তিনি আরও বলেন, “প্রকৃতির প্রতিকূলতা ঠেকানো সম্ভব নয়, তবে সচেতনতা, প্রস্তুতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা যায়। প্রশাসন সর্বদা জনগণের পাশে থাকবে।”

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বে-সরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের বহুমুখী আশ্রয়কেন্দ্র কেবল দুর্যোগকালীন নিরাপত্তা নয়, বরং শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবসম্পদ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে হাওরের উন্নয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিএনপি কুমিল্লায় মেডিক্যাল কলেজ হাসপাতালের ১১ দালাল সদস্য আটক বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রীর বৈঠক রাজশাহীর বাঘায় চরের জমি দখল নিয়ে গোলাগুলি: নিহত ২, আহত ২; ‘কাকন বাহিনীর’ বিরুদ্ধে অভিযোগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ : স্বরাষ্ট্র উপদেষ্টা ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ মঙ্গলবার বাংলাদেশ থেকে ১ লাখ দক্ষ কর্মী নেবে জাপান ২৭ তম জাতীয় ক্রিকেট লীগের ফলাফল