সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রেস ব্রিফিং

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে প্রেস ব্রিফিং হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে ও সদর উপজেলার সহযোগিতায় আজ সোমবার দুপুরে সদর উপজেলার বিআরডিবি মিলনায়তনে এ প্রেস ব্রিফিং হয়।

সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করণের লক্ষে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়ছ। চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসার মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম।

উপস্থিত ছিলেন সাপ্তাহিক সোনা মসজিদের সম্পাদক মোহাঃ জোনাব আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সহ-সভাপতি হোসেন শাহনেওয়াজ, কোষাধ্যক্ষ রফিকুল আলম, সাংবাদিক নাসিম মাহমুদ, আজিজুর রহমান শিশির, রবিউল টুটুল, জাকির হোসেনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীরা।

প্রেস ব্রিফিং এর সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সাফল্যের কথা তুলে ধরেন বক্তারা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.