সম্রাট ও আরমানকে অপকর্মে জড়িত থাকায় যুবলীগ থেকে বহিষ্কার

ঢাকা প্রতিনিধি: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী ওরফে সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। ক্যাসিনো পরিচালনাসহ নানা ধরনের অপকর্মে জড়িত থাকার ঘটনায় আটকের পর আজ রবিবার (৬ অক্টোবর) তাদের বহিষ্কার করা হয়।

যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাবের হাতে আটকের পর যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও সহ-সভাপতি এনামুল হক আরমানকে দল বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও বলেন, যুবলীগের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের পদধারী কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে আটক বা গ্রেফতার হলে তাকে বহিষ্কার করার বিধান রয়েছে। এই কারণেই সম্রাট ও আরমানকে যুবলীগের সব ধরনের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.