সম্মানিত রাজশাহী জেলাবাসীর প্রতি আহবান

রাজশাহী জেলা পুলিশ: প্রাণঘাতি করোনা ভাইরাস বিশ্বব্যাপি ভয়াবহ মহামারী আকার ধারণ করেছে। করোনা ভাইরাসে উদ্ভৃত পরিস্থিতিতে বাংলাদেশে সরকার বাঙ্গালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ অর্থাৎ ‘বাংলা নববর্ষ বরণ’ বাইরে কোন ধরনের গণজমায়েত না করে নিজ নিজ গৃহে অবস্থান করে উদযাপনের নির্দেশনা প্রদান করেছেন।

তাই রাজশাহী জেলার সম্মানিত সকল নাগরিককে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে সরকারি নির্দেশনা মোতাবেক নিজ নিজ গৃহে অবস্থান করে ‘বাংলা নববর্ষ বরণ’ উদযাপন করার জন্য বিশেষ আহবান জানানো হচ্ছে।

পাশাপাশি সচেতনার সাথে হোম কোয়ারেন্টাইন ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার জন্য সকলকে বলা হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাবার জন্য এবং যে কোন ধরনের গুজব থেকে বিরত থাকার জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে।

রাজশাহী জেলা পুলিশ যে কোন প্রয়োজনে সার্বক্ষণিক আপনাদের পাশে আছে।

সংবাদ প্রেরক রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার(সদর) ইফতেখায়ের আলম এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.