বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সরাসরি হামলা প্রতিহতের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা। ওয়াশিংটনকে জবাব দিতে গেরিলা যুদ্ধের পরিকল্পনা করছে মাদুরো সরকার। দুই দেশের দ্বন্দ্বে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মাদকবিরোধী অভিযান ঘিরে ক্রমেই তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা উত্তেজনা। সম্প্রতি ভেনেজুয়েলার উপকূলে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস।
একইসঙ্গে কার্টেল দে লস সোলেসকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন
এরপর থেকেই নিজেদের আত্মরক্ষায় তৎপর হয়ে উঠেছে মাদুরোর প্রতিরক্ষাবাহিনী। ওয়াশিংটনের যেকোনো সম্ভাব্য হামলার বিরুদ্ধে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কারাকাস। এ নিয়ে দেশটিতে চলছে সামরিক মহড়া। মহড়ায় ব্যবহার করা হচ্ছে দশক পুরনো রুশ অস্ত্র।
যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের কড়া সমালোচনা করেছে চীন ও রাশিয়া। ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপকে অতিরিক্ত বলপ্রয়োগ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেন, কারাকাসের সার্বভৌমত্ব রক্ষায় মাদুরো প্রশাসনের পাশেই আছে মস্কো।
এদিকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি শক্ত সমর্থনের বার্তা দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বিদেশি হস্তক্ষেপের কড়া সমালোচনা করে বেইজিং জানিয়েছে, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে তারা কারাকাসের পাশেই থাকবে।
উত্তেজনার মধ্যেই মার্কিন গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, খুব শিগগিরিই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনালাপ করবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এ আলোচনা কবে হতে পারে তা নিশ্চিত নয়। প্রতিবেদন অনুযায়ী, ক্যারিবীয় সাগরে মোতায়েন থাকা মার্কিন সামরিক শক্তি সত্ত্বেও তাৎক্ষণিক স্থল অভিযান আপাতত বিবেচনায় নেই।
মার্কিন এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, এখনই মাদুরোকে আটকের বা হত্যার কোনো পরিকল্পনা নেই। তবে মাদকবাহী নৌকা ধ্বংস এবং পাচার ঠেকানো অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে এই কর্মকর্তা।
ক্যারিবীয় অঞ্চলজুড়ে সামরিক উপস্থিতি বাড়ানোর পর পুয়ের্তো রিকোর সাবেক নৌঘাঁটি পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা। ভেনেজুয়েলা নিয়ে উত্তেজনা তুঙ্গে উঠলেও ওয়াশিংটন ইঙ্গিত দিচ্ছে নতুন ধাপের অভিযানের। #















