সমূলে সন্ত্রাস উৎপাটন করতে হবে: প্রধানমন্ত্রী

বিটিসি নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘একটি নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তুলতে আমাদের সকল প্রকার সন্ত্রাস সমূলে উৎপাটন করতে হবে।’ তিনি বলেন উন্নত–সমৃদ্ধ অঞ্চল প্রতিষ্ঠায় এতদঞ্চলের সব ধরনের সন্ত্রাস নির্মূল করতে হবে।
বুধবার রাতে বিমসটেক (বিআইএমএসটিইসি) রাষ্ট্রগুলোর ন্যাশনাল সিকিউরিটি চিফদের সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো–অপারেশনের (বিমসটেক) জাতীয় নিরাপত্তাপ্রধানেরা সহযোগী সাতটি রাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আলোচনা করতে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
এটি এ ধরনের দ্বিতীয় বৈঠক, যেটি বুধবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয়েছে। প্রথম বৈঠকটি এক বছর আগে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।
বৈঠকে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, বিমসটেকভুক্ত দেশগুলো এ অঞ্চলের সন্ত্রাস উচ্ছেদে পারস্পরিক সহযোগিতাকে আরও জোরদার করবে। তিনি বলেন, ‘মাদকাসক্তি, মানব পাচার, সাইবার অপরাধ, সমুদ্রসীমা–সংক্রান্ত হুমকি এবং জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এ অঞ্চলের সব দেশের জন্য একই ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলার পদ্ধতি আমাদের উদ্ভাবন করে সমন্বিতভাবে এর সমাধানে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।’ প্রধানমন্ত্রী এ সময় সন্ত্রাস এবং জঙ্গিবাদ প্রশ্নে তাঁর সরকারের জিরো টলারেন্স নীতির পুনরুল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা সন্ত্রাস এবং উগ্র চরমপন্থার বিরুদ্ধে তরুণ সম্প্রদায়, পরিবার-পরিজন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়ে ব্যাপক জনসচেতনতামূলক পদক্ষেপ নিয়েছি।’
প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশের ভূখণ্ডকে কোনোভাবেই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য কাউকেই ব্যবহার করতে দেওয়া হবে না মর্মে তাঁর সরকারের দৃঢ় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন।
দারিদ্র্যই এই অঞ্চল উন্নয়নের সাধারণ শত্রু আখ্যায়িত করে প্রধানমন্ত্রী দারিদ্র বিমোচনে সবার সমন্বিত চেষ্টা প্রত্যাশা করেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমস্যা দ্বিপক্ষীয় আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যদি তা সম্ভব না হয়, তাহলে বহুপাক্ষিকভাবেও এগুলোর সমাধান করা যেতে পারে।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.