সমুদ্রগড় চাপাহাটি কালনা কাটোয়া রোডে বাস উল্টে মৃত-১, আহত-২৫

নদীয়া (ভারত) প্রতিনিধি: আজ শুক্রবার সকালে কালনা কাটোয়া এসটিকেকে রোডের ওপর চাপাহাটি কেপিসি বিদ্যালয়ের সামনে দ্রুতগতিতে ছুটে আসা যাত্রীবোঝাই বাস উল্টে যায়।
ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক যাত্রীর। মারাত্মকভাবে জখম হয়েছেন ২৫ জন যাত্রী।
মারাত্মকভাবে জখম যাত্রীদের স্থানীয় শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা চলছে এবং কয়েক জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
গুরুতর ভাবে জখম যাত্রীদের কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
যাত্রীদের উদ্ধার কাজে হাত লাগিয়ে ছিল স্থানীয় মানুষ এবং সঙ্গে সঙ্গে নাদন ঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যে হাত লাগায়।
স্থানীয় সূত্রে এবং নাদন ঘাট থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে নবদ্বীপ থেকে তারকেশ্বর যাত্রীবোঝাই বাস যাচ্ছিল।
স্থানীয় সুত্রে আরও জানা যায়  যে এদিন নবদ্বীপের দিক থেকে তারকেশ্বরের দিকে যাওয়ার সময় হঠাৎই কেপিসি বালিকা বিদ্যালয়ের সামনে রাস্তার ধারে থাকা একটি গরুর বাছুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেক্ট্রিক পোলে ধাক্কা মারে বাসটি তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাল্টি খেয়ে যায়।
বাসে থাকা প্রায় সকলেই আহত হয়।
ইলেকট্রিক তারের সাথে বাসের সংযোগ হয়ে যাওয়ার কারণে বেশ কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন. তাদের উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কয়েকজনের আঘাত গুরুতর. ঘটনাস্থলে এসে পৌঁছেছে নাদনঘাট থানার পুলিশ।
মৃত যাত্রীর পরিচয় পুলিশ এখনো জানতে পারেনি। তদন্ত শুরু করেছে পুলিশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর নদীয়া (ভারত) প্রতিনিধি গোপাল বিশ্বাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.