সমুদ্র—

সিলভিয়া মোশিউর: যেখান থেকে সমুদ্র শুরু হয় – সেখান থেকেই একটা গল্প শুরু ,অনেক পুরনো সেই গল্প। মানুষের অভিন্ন হৃদয়ের না বলা কথাগুলো সমুদ্রের নোনতা জলে নাকি ভিজে, এবং হাজারো অস্থির ঢেউয়ের আঘাতে সে অপরিবর্তনশীল। ভীষণ স্থির! ভীষণ গভীর ! এবং বিশাল তার ভালবাসা।

সমুদ্রের আবেগ আমাকে খুব টানে। একজন আবেগী মানুষের সান্নিধ্যে গেলে যেমন মন ভালো হয় সমুদ্র সান্নিধ্য আমার কাছে ঠিক তেমন l আর সমুদ্রের নোনতা জলের প্রতিটা ঢেউ আমার কাছে এক একটা আবেগ মনে হয়।

মানুষের আবেগী মুহুর্তে চোখের জলের যে ছোট ছোট ঢেউ সেটাও কিন্তু এই নোনতা জলের। সমুদ্রের ধারে বসে পুরনো ঝিনুকের ফিসফিসগুলো শুনতে আমার ভালো লাগে।

ঝিনুকের জীবন – জন্ম থেকে মৃত্যু অব্দি অনেক সৃষ্টি থেকে ভেঙে যাওয়ার গল্প ,এবং শুধুমাত্র এক নিরব দর্শক হয়ে সমুদ্রের মহাবিনাশের সাক্ষী হয়ে ভেসে বেরায় – যুগ যুগ ধরে শত শত ঝিনুকপরিবার। আর এখন যে গল্প – সেটা শুধু সমুদ্র ,আকাশ আর আমি।

(Southend-on-Sea – North Sea, northeastern arm of the Atlantic Ocean)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.