সমালোচনার শিকার ভিনিসিয়াসই রিয়াল মাদ্রিদের জয়ের নায়ক

বিটিসি স্পোর্টস ডেস্ক: গত কয়েক মৌসুম ধরে অনবরত সমালোচনার শিকার হয়ে আসছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। কেন বারবার তাকে খেলানো হয়- এমন প্রশ্নে কোচকেও তীরের বাণে বিদ্ধ করেছিলেন অনেকে। এখন সেই ভিনিসিয়াসই ত্রাণকর্তা রিয়াল মাদ্রিদের।
রোববার রাতে (১৯ সেপ্টেম্বর) তার অনবদ্য পারফরম্যান্সেই লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পায় রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার মাঠে লস ব্লাঙ্কোসদের জয় ২-১ গোলে।
ভিনিসিয়াস প্রথমে গোল করে দলকে সমতায় ফেরান। এরপর করিম বেনজেমার গোলে সহায়তাও করেন, ম্যাচ শেষে নায়ক ২০ বছর বয়সী তারকাই।
শুরুর কয়েক মিনিট ভ্যালেন্সিয়ার তুলনায় আক্রমণ-আধিপত্যে পিছিয়ে থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জেগে উঠে কার্লো আনচেলোত্তি বাহিনী। গোলশূন্য প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধের খেলাও এগোচ্ছিল সেভাবেই।
কিন্তু না, দু’দুটি সুযোগ মিসের পর ৬৬তম মিনিটে ঠিকই ভ্যালেন্সিয়াকে এগিয়ে নেন হুগো দুরো। রিয়াল শিবিরে তখন হারের শঙ্কা, যা প্রায় বিশ মিনিট পর দূর করেন ভিনিসিয়াস।
ম্যাচের চার মিনিট বাকি থাকতে ডি বক্স থেকে ডি বক্সে ভিনিসিয়াসকে পাস দেন করিম। বল পেয়েই গোলপোস্টে শট নেন ভিনিসিয়াস। তার আগে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের পা ছুঁয়ে গোলরক্ষককে কোনো ধরনের সুযোগ না দিয়েই বল জালে প্রবেশ করে। সমতায় ফেরে রিয়াল, স্কোর লাইন ১-১।
দুই মিনিট পর বক্সের বাইরে থেকে করিম বেনজেমার উদ্দেশ্যে বল ভাসিয়ে দেন ভিনি। দৌঁড়ে লাফিয়ে উঠে ভ্যালেন্সিয়া গোলরক্ষককে পরাস্ত করে জাল খুঁজে নেন ফরাসি স্ট্রাইকার।
এ নিয়ে এ মৌসুমে লিগে ষষ্ঠ গোল করলেন বেনজেমা, যা লিগের সর্বোচ্চ। ভিনির গোল ৫টি। বেনজামা করেছেন ৫টি অ্যাসিস্টও, যেখানে ব্রাজিলিয়ান তরুন তারকা পেয়েছেন এক অ্যাসিস্ট। ভিনিসিয়াস লিগে এর আগের ম্যাচেও সেল্টা ভিগোর বিপক্ষে গোল পেয়েছেন, সে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন বেনজেমা।
গত মৌসুমে করিম বেনজেমা করেছিলেন ২৩ গোল, ৩০ গোল নিয়ে সবার শীর্ষে ছিলেন ঘর ছাড়া লিওনেল মেসি। সব মিলিয়ে ফরাসি ফরোয়ার্ড ৪৬ ম্যাচে করেছিলেন ৩০ গোল।
এ জয়ের ফলে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ পয়েন্ট টেবিলে সবার শীর্ষে। সমানসংখ্যক ম্যাচে ভ্যালেন্সিয়া ১০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। ১১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.