সমাপনী পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হলো জাকারিয়া হাসান মাহি

নিজস্ব প্রতিবেদক : ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫  পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে মোঃ জাকারিয়া হাসান মাহি। তার রোল নাম্বার ২৮৬।

সে শিক্ষানগরী রাজশাহীর তানজিমুল উম্মাহ মাদরাসা থেকে ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

তার সাফল্যে তানজিমুল উম্মাহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামসুল আলম বিটিসি নিউজকে জানান, আমাদের শিক্ষকদের চেষ্টা সফল হয়েছে। মাহী ক্লাসেও ভাল ছাত্র ছিল। রেজাল্টও ভাল করবে বলে প্রত্যাশা ছিল।সে আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছে। তাকে অনেক অভিনন্দন। উত্তীর্ণ হওয়া সবাইকে  আন্তরিক  শুভেচ্ছা।

মাহি তার সাফল্যের জন্য পিতামাতা এবং শিক্ষকদেরকে ধন্যবাদ জানিয়েছে। সে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয়ে   জনগণের সেবা করতে চাই। সে সকলের কাছে দোয়াপ্রার্থী।
তার সাফল্যে পরিবারে,এলাকায় এবং তার মাদরাসায় আনন্দের বন্যা।

উল্লেখ্য,এবছর রাজশাহীর তানজিমুল উম্মাহ মাদরাসা থেকে ১৬ জন শিক্ষার্থী  সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। শতভাগ পাশের সাফল্যের রাখা মাদরাসাটি থেকে জিপিএ-৫ পেয়েছে ১২ জন। তার মধ্যে মেধাবী মাহি সেরা ফলাফল উপহার দিয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির যোগ্যতা অর্জন  করল।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি আমানুল্লাহ আমান।

Comments are closed, but trackbacks and pingbacks are open.