সমাজ সেবী গৌরী চন্দ সিতুর স্মরণে সনাক’র শোক সভা

বিশেষ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: সাবেক সনাক সদস্য গৌরী চন্দ সিতুর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে বুধবার বিকেলে শহরের আরামবাগস্থ সনাক কার্যালয়ে এই শোক সভা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন গৌরী চন্দ সিতুর পুত্রবধু শতাব্দী মন্ডল, সনাক সহ-সভাপতি উম্মে সালমা হ্যাপি, মোঃ আসরাফুল আম্বিয়া সাগর, সনাক সদস্য সেলিনা বেগম, সাবেক সনাক সদস্য ন.স.ম. মাহবুবুর রহমান মিন্টু, সনাক সদস্য গোলাম ফারুক মিথুন, মোঃ রাইহানুল ইসলাম লুনা, ড. দীপালী রাণী দাস, মোঃ ওয়ালিউল আজিম, মোঃ আমিনুল হক আবীর, মোঃ জাহেদুল আবেদীন মিঠু, শ্রী কানাই চন্দ্র দাস, মোঃ শহিদুল ইসলাম, সাবেক ইয়েস সদস্য মোঃ গোলাম ফারুক, মোঃ আব্দুল কাদের, ইয়েস সদস্য কুশল কুমার শীল ও মোঃ মিনাউর রহমান। সভাটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম।
শোক সভায় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
শোক সভায় সনাক, ইয়েস, সদস্য, সাবেক সনাক ও ইয়েস, টিআইবি কর্মকর্তাসহ নারী-পুরুষ উপস্থিত ছিলেন। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌরী চন্দ সিতু গত ৩০ এপ্রিল/২৫ বিকালে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সভায় বক্তারা বলেন, ‘গৌরী চন্দ সিতু ছিলেন, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের একজন পথিকৃত এবং মানবিক গুণাবলি সম্পন্ন অসাম্প্রদায়িক চেতনার মানুষ’। চাঁপাইনবাবগঞ্জ এর সমাজসেবী, নির্মোহ ও স্পষ্টভাষী গৌরী চন্দ সিতু মৃত্যুর পূর্ব পর্যন্ত সনাক, চাঁপাইনবাবগঞ্জ-এর পাশাপাশি অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
তিনি জেলা শিল্পকলা একাডেমির নৃত্যকলার বিভাগের শিক্ষক, গার্ল গাইডের জেলা কমিশনার, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক, কল্যাণী মহিলা সংসদের সম্পাদক, প্রকৃতি ও জীবন ক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর উপদেষ্টা সদস্য, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার এর বেসরকারি পরিদর্শক, মহানন্দা প্রবীণ নিবাসের আজীবন সদস্য, রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির সদস্য, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি, জাগো নারী বহ্নিশিখা এর সদস্য, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইনার হুইল চাঁপাইনবাবগঞ্জ এর সহ-সভাপতি ও বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ এর সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি অন্যান্য প্রতিষ্ঠানে সাথে জড়িত ছিলেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.