সমাজ গৌরব সম্মান ২০২৪ পেলেন মো. মঞ্জুর হোসেন ঈসা এবং প্রকৌশলী এ. কে জাহিদ

নাটোর প্রতিনিধি: বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, গোবরডাঙ্গা,কলকাতায় আয়োজিত সমাজ গৌরব সম্মান ২০২৪ পেলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা এবং মেহেরা রশিদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রকৌশলী এ. কে জাহিদ।
এই আয়োজন ও সম্মাননার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা এবং বিশেষ ধন্যবাদ জানান, জনাব শাহাজাহান মন্ডল,জনাব কায়েস খান, জনাব মোশাররফ মোল্যা, জনাব ফিরোজ সরদারসহ সকল কলকাতার অকৃত্রিম বন্ধুদেরকে।
সামাজিক উন্নয়নে নিজ নিজ অবদানের জন্য এ সম্মাননা স্বীকৃতি লাভ করেন তারা। মানবাধিকার সংরক্ষণ ও চর্চা, শিশুদের অধিকার রক্ষার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তারা।
এই পুরস্কার সম্মাননা অনুষ্ঠান এবং ভালো কাজের স্বীকৃতি প্রদানের ধারা এপার বাংলা ও ওপার বাংলা, তথা ভারত – বাংলাদেশের নাগরিকদের একসাথে সহাবস্থান ও সু সম্পর্ক রেখে সামনের দিনে সহায়ক ভূমিকা পালন করবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.