আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদারের নির্বাচনী প্রচারণা উপলক্ষ্যে আয়োজিত মহিলা সমাবেশে নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রধিকার। আপনাদের এই বগুড়ার সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই তারেক রহমানকে দীর্ঘ ১৭ বছর দেশের মাটিতে থাকতে দেয়নি ফ্যাস্টিষ্ট সরকার। বগুড়া হলো দেশের নেতৃত্ব দেয়া সন্তানের জন্মভুমি।
আগামীতে বিএনপি ক্ষমতা গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের সক্ষম করে তুলবেন বলে ঘোষনা দিয়েছেন। বক্তব্য শেষে তিনি বগুড়া-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদারকে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান।
তিনি রোববার (২৩ নভেম্বর) বিকেলে আদমদীঘি সদর গোহাট প্রাঙ্গনে আদমদীঘি উপজেলা মহিলা সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সমাবেশটি পরিচালনা করেন, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও বিএনপির নির্বাহি কমিটির সদস্য এ্যাড, নিপুন রায় চৌধুরী।
তিনি বলেন, দেশের অর্ধেক জনগন নারী এই নারীদেরকে পিছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই তো শহীদ জিয়াউর রহমান নারীদের মূল্যায়ন করেছেন। বেগম খালেদা জিয়া সংসদে নারীর আসন বৃদ্ধি করেছেন। নারীদের অবৈতনিক শিক্ষা চালু করেছেন।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন প্রমুখ।
এসময় আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার বিএনপি তার অঙ্গসংগঠনের নেতৃবর্গ উপস্থিত ছিলেন। #

















