BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার – সেলিমা রহমান

সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার – সেলিমা রহমান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদারের নির্বাচনী প্রচারণা উপলক্ষ্যে আয়োজিত মহিলা সমাবেশে নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রধিকার। আপনাদের এই বগুড়ার সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই তারেক রহমানকে দীর্ঘ ১৭ বছর দেশের মাটিতে থাকতে দেয়নি ফ্যাস্টিষ্ট সরকার। বগুড়া হলো দেশের নেতৃত্ব দেয়া সন্তানের জন্মভুমি।

আগামীতে বিএনপি ক্ষমতা গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের সক্ষম করে তুলবেন বলে ঘোষনা দিয়েছেন। বক্তব্য শেষে তিনি বগুড়া-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদারকে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

তিনি রোববার (২৩ নভেম্বর) বিকেলে আদমদীঘি সদর গোহাট প্রাঙ্গনে আদমদীঘি উপজেলা মহিলা সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সমাবেশটি পরিচালনা করেন, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও বিএনপির নির্বাহি কমিটির সদস্য এ্যাড, নিপুন রায় চৌধুরী।

তিনি বলেন, দেশের অর্ধেক জনগন নারী এই নারীদেরকে পিছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই তো শহীদ জিয়াউর রহমান নারীদের মূল্যায়ন করেছেন। বেগম খালেদা জিয়া সংসদে নারীর আসন বৃদ্ধি করেছেন। নারীদের অবৈতনিক শিক্ষা চালু করেছেন।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন প্রমুখ।

এসময় আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার বিএনপি তার অঙ্গসংগঠনের নেতৃবর্গ উপস্থিত ছিলেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হচ্ছেন জিললুর রহমান আদমদীঘিতে জাতীয় প্রানি সপ্তাহ উপলক্ষ্যে প্রানি সম্পদ প্রদর্শনী আদমদীঘিতে ৫ মাদক কারবারীর জেল জরিমানা, জব্দ করা মাদক ধংস বকশীগঞ্জে পোশাক কর্মী বিনা হত্যার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত আমিষ উৎপাদনে আমাদের অর্জন সাময়িক নয়, এ অর্জন স্থায়ী – বিভাগীয় কমিশনার বকশীগঞ্জে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনীর উদ্বোধন  উজিরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত মোংলায় যৌথ অভিযানে হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ১ শিকারি আটক আটোয়ারীতে প্রাণিসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণ সদরের সাফল্য: জামালপুরে শ্রেষ্ঠ সার্কেল মামুন, শ্রেষ্ঠ ওসি সাকিব