সমস্ত নিয়ম মেনে পুরীর রথ যাত্রা 

কলকাতা প্রতিনিধি: পুরী এই প্রথম এমন জন মানব শূণ্য রথযাত্রা দেখছে ৷ সমস্ত রকম সরকারী বিধিনিষেধ মেনে একেবারে অল্প সংখ্যক মানুষ যারা এই পূজার সঙ্গে জড়িত তারাই শুধু উপস্থিত রয়েছেন ৷ সমস্ত পুরী আজ গৃহে বন্দী ৷ কড়া বন্দোবস্তের মধ্যে রাস্তায় নেমেছে রথ ৷
আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুর দুটো পর্যন্ত সমস্ত পুরী শহর শাটডাউন থাকবে ৷ রয়েছে মাস্ক, রয়েছে সামাজিক দুরত্ব ৷
রথের রশি টানার আগে সেবায়েতদের কোভিড-১৯ পরীক্ষায় উত্তীর্ণ হতে হচ্ছে। রথ টানার সময়ে মুখে মাস্ক বাধ্যতামূলক।
স্যানিটাইজার ব্যবহার করার দিকেও থাকবে কড়া নজরদারি। রথ টানবেন মন্দিরের দেড় হাজার সেবায়েত। সরকারি ভাবে যদিও ১২০০ সেবায়েতের কথাই বলা হচ্ছে। জগন্নাথ দেবের পুজো আচারের রীতিনীতি চূড়ান্ত করতে সোমবার দুপুর থেকেই দফায় দফায় বৈঠক করছে মন্দির সোসাইটি।
সকাল সাতটায় রথে উঠেছেন মহাপ্রভু। তারপর পুরী রাজা এসে ঝাড়ু দিয়েছে মন্দির লাগোয়া পথ। মহাপ্রভুর দর্শন করেন শঙ্করাচার্য। এই সব রীতি নীতি মিটিয়ে দুপুর বারোটা নাগাদ জগন্নাথ দেবের রথ গুন্ডিচায় মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ৷ তিন কিলোমিটার রাস্তা অতিক্রম করবে মহাপ্রভুর রথ।
পুরীর রথযাত্রায় সরকারী সীলমোহর পড়ার পরে পরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানান। পুরীর মন্দিরের মুখ্য দৈতাপতি রাজেশ দৈতাপতি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে আজ মঙ্গলবার রথযাত্রায় বিশেষ পূজা পাঠ করবেন, করোনা মোকাবিলায় বিশ্বকে করোনা মুক্ত করার জন্য ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.